বাংলাদেশে
একটি জনপ্রিয় গেম গ্রান্ড থেফট অটো: ভাইস সিটি । গেমটি বেশ পুরোনো একটি গেম । এটি ২৯
অক্টোবর ২০০২ সালে প্রথম এ গেমটি মুক্তি পায় । এটি এ সিরিজের তৃতীয় যুগের একটি গেম
। আমাদের দেশে এ গেমটি তখন জনপ্রিয় ছিল না কারণ সে সময় এ গেমটি খেলার জন্য কম্পিউটার
দুষ্প্রাপ্য ছিল । আমার কম্পিউটারের র্যাম ছিল মাত্র ৬৪ মেগাবাইট । তবে এখন এ গেমটি
যেকোন কম্পিউটারে খেলা যায় । যাদের অ্যান্ড্রয়েড বা আইফোন আছে তাদের জন্য এটি আনন্দের
খবর জিটিএ ৩ এর মত এটিও স্মার্টফোনের জন্য মুক্তি দিচ্ছে রকস্টার গেমস । তবে আপনার
অ্যান্ড্রয়েড বা আইফোন থাকলেই আনন্দ করার দরকার নেই কারণ এগুলো সব সেটে চলবে না । যারা
নোকিয়া স্মার্টফোন ব্যবহার করেন তাদের জন্য দুঃসংবাদ রকস্টার গেমস এ প্লাটফর্মের জন্য
এ গেম ডেভেলপ করেনি । তবে আশা করা যায় রকস্টার গেমস পরবর্তীতে নোকিয়া ব্যবহারকারীদের
কথা চিন্তা করে এ প্লাটফর্মের জন্যও গেম ডেভেলপ করবে ।