রেসিডেন্ট ইভিল ৬ এ তিনটি আলাদা
ক্যাম্পেন থাকার কথা ছিল । সম্প্রতি এর ডেভেলোপার প্রতিষ্ঠান ক্যাপকম নিশ্চিত করে যে,
এতে তিনটি নয় চারটি ক্যাম্পেন থাকছে । এ ক্যাম্পেনে এডা অংকে নিয়ে খেলতে হবে ।
এডার
ক্যাম্পেন লক: এডা ক্যাম্পেনটি গেমের প্রথমে লক থাকবে । অন্য
ক্যাম্পেনগুলো ওভার করলে এ আনলক হবে । অন্য ক্যাম্পেনের সাথে এ ক্যাম্পেনের গল্প অতোপ্রতোভাবে
জড়িয়ে আছে । এ ক্যাম্পেনে খেলতে খেলতে এডার সাথে লিওন এবং এ দুই জনের সাথেই দেখা হবে
।
প্রচুর
পাজলের উপস্থিতি: রেসিডেন্ট ইভিল ৪ এবং ৫ এ অ্যাকশন ছিল উল্লেখ
করার মত । সেই সাথে মাথা ঘামানোর মত পাজলও ছিল যথেষ্ট । নতুন এ গেমেও অ্যাকশনের পাশাপাশি
প্রচুর পাজল আছে । এ গেমের পাজল চিকিৎসামূলক ও অনুসন্ধানমুখী । কিছু কিছু পাজল সমাধান
করার জন্য প্রচুর চিন্তা ভাবনা করার প্রয়োজন আছে । যাদের মাথা ঘামাতে পছন্দ করেন তাদের
এটি ভাল লাগবে ।
এডার
অস্ত্র: লারা ক্রাফট, প্রভেট ইত্যাদি গেম চরিত্রের মত
এডাও তার শত্রুদের দিকে তীর ছুড়তে পারে । এডার প্রিয় অস্ত্র হল ক্রসবো । এ অস্ত্রটা
দেখতে খুবই আকর্ষণীয় । এটা দিয়ে জোম্বিদের মাথা দেহ থেকে আলাদা করে ফেলা যায় । এক সারিতে
দাঁড়ানো জোম্বিদের একসাথে এর মাধ্যমে হত্যা করা যায় । কিছু পাজল গেমেও এর প্রয়োজন হয়
। রেসিডেন্ট ইভিল গেমের স্টাইল অনুযায়ী এর Ammo নির্দিষ্ট । ক্রসবো এর রিলোড টাইম অত্যন্ত
বেশি মনে হবে যখন একসাথে অনেক বেশি জোম্বি একসাথে আক্রমণ করবে ।
এডার
চলাচল: রেসিডেন্ট ইভিল ৬ এ এডাকে অন্যান্য চরিত্র থেকে বেশি চটপটে
দেখা যায় । গেমে এডা যেকোন বস্তুর উপর দ্রুত চড়তে পারে । তাই এডা যেকোন জায়গায় খুব
দ্রুত যেতে পারে । বিশেষত কোন কিছুর উপর উঠার (যেক্ষেত্রে প্রযোজ্য সেক্ষেত্রে) ডিগবাজী
দেওয়া খুব আকর্ষণীয় লাগতে পারে ।
মাল্টিপ্লেয়ার
মোড: অন্য ক্যাম্পেনের মত এডার ক্যাম্পেনে মাল্টিপ্লেয়ারে খেলা
যায় না । অর্থাৎ এ ক্যাম্পেনে অন্য কোন চরিত্র নিয়ে খেলার সুযোগ থাকছে না । কিন্তু
এডার পাশাপাশি কম্পিউটার নিয়ন্ত্রিত লিওন ও হেলেনাও থাকবে ।
হেলেনার
বোন ডেব্রা সম্পর্কে জানা যাবে: রেসিডেন্ট ইভিল এর ডেমো ভার্সনের
শেষে দেখা যাবে হেলেনার বোন ডেব্রার উপর ডেরেক সাইমন একটি ভয়াবহ পরীক্ষা চালায় । যার
ফলে সে অর্ধেক মানুষ ও অর্ধেক জোম্বি হয়ে যায় ।এরপর এডার সাথে ডেব্রার বস বেটেল শুরু
হয় । বস বেটেল খুবই কঠিন হয়ে যাবে যদি Ammo স্টক করে না রাখা হয় ।
এডার ক্যাম্পেন গেমে যুক্ত হার
কারণে গেমের সাইজ আরও বেড়ে যাবে । আর এটি সেই সাথে এ সিরিজের ভক্তদের ও মন জয় করবে
বলে আশা করা যায় ।