Saturday, 27 April 2013

ব্যাটম্যান আর্কহাম অরিজিন প্রিভিউ



ব্যাটম্যান আর্কহাম অরিজিন ব্যাটম্যান আর্কহাম সিরিজের নতুন গেম। এ সিরিজের প্রথম গেম বের হয় ২০০৯ সালে। এরপর এ সিরিজের দ্বিতীয় গেম আর্কহাম সিটি বের হয় ২০১১ সালে। এ দুইটি গেমই গেমিং জগতে একটি অন্যরকম সাড়া ফেলেছিল। চলুন নতুন এ গেম সম্পর্কে জেনে আসা যাক।
ডেভেলপার: ওয়ারনার ব্রোস গেমস মন্ট্রিয়েল
পাবলিশার: ওয়ারনার ব্রোস ইন্টারঅ্যাকটিভ এন্টারটেইনমেন্ট
পরিচালক: এরিক হোমস (এর আগে দ্য ইনক্রেডিবল হাল্ক এবং প্রোটোটাইপ গেমে কাজ করে ছিলেন।)
গেম ইঞ্জিন: আনরিয়েল ইঞ্জিন ৩
প্লাটফর্ম: মাইক্রোসফট উইন্ডোজ, প্লেস্টেশন ৩, এক্সবক্স ৩৬০, উই ইউ
রিলিজ ডেট: ২৫ অক্টোবর, ২০১৩

কাহিনী: নতুন এ গেমের কাহিনী হিসেবে বেছে নেওয়া হয়েছে ব্যাটম্যান আর্কহাম অ্যাসাইলাম এর কাহিনী শুরু হওয়ার আগের সময়কে। যখন ব্যাটম্যান তার কেবল মাত্র ব্যাটম্যান হয়ে উঠেছে। গেম ইনফরমারের খবর অনুযায়ী নতুন এ গেমের ভিলেন হিসেবে আছে ডেথস্ট্রোক নামে একজন গুপ্তঘাতক। এছাড়া আগের ভিলেন তো থাকছেই।

নতুন এ গেমটি ডেভেলপ করছে ডব্লিউবি গেমস মন্ট্রিয়েল। এ সিরিজের এটিই প্রথম গেম যা এ প্রতিষ্ঠান ডেভেলপ করছে। তবে নতুন এ গেমে আগের গেমগুলোতে ব্যবহৃত সকল জিনিস এ প্রতিষ্ঠানে নিয়ে আসা হয়েছে। আগের গেমের মত সকল সুবিধায় থাকছে। তবে এ ব্যাপারে কর্তৃপক্ষ বিস্তারিত কিছু প্রকাশ করেনি।
তবে গেম ইনফোরমার ম্যাগাজিনের মাধ্যমে জানা যায় গেমের সময় হচ্ছে ক্রিসমাসের সময়। এ সময় ব্যাটম্যাসকে মারার জন্য ব্যাটম্যানের শত্রুরা অনেক ঘাতক ভাড়া করে যার মধ্যে অন্যতম হচ্ছে ডেথস্ট্রোক। ডেথস্ট্রোকই হচ্ছে একমাত্র ভিলেন যার সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে যে নতুন এ গেমে থাকছে। এছাড়া গেম ইনফোরমার আরও কিছু ভিলেন সম্পর্কে আভাস দিয়েছে এরা হচ্ছে ডেথশর্ট, পেঙ্গুইন, ফায়ারফ্লাই, টালিয়া আল গুল ইত্যাদি। তবে এদের সম্পর্কে ম্যাগাজিনটি নিশ্চিত কিছু বলতে পারেনি।
এ গেমের সাথে নতুন গেমে ব্যাটম্যান আর্কহাম অরিজিন ব্ল্যাকগেট বের হবে পিএস ভাইটা এবং থ্রিডিএস এর জন্য একই দিনে।