Thursday, 22 May 2014

ব্যাটমান আর্কহাম নাইট প্রিভিউ

Batman Arkham একটি জনপ্রিয় গেম সিরিজ। এ সিরিজের নতুন গেম Batman Arkham Knight. এটি এ সিরিজের সর্বশেষ গেম।
Developer: Rocksteady Studio
Publiser: WB Intetactive Entertaiment
Series: Batman Arkham
Engine: Unreal Engine 3
Mode: Single Player
Age Rating: 16+
Platforms: Microsoft Windows, Xbox One, Playstation 4
Relese Date: 14 October, 2014

কাহিনী:
Batman Arkham Knight গেমের কাহিনী শুরু হয় Batman Arkham City গেমের কাহিনী শেষ হবার বার বছর পর থেকে। Batman Arkham City গেমের শেষে জোকার মারা যায়। এরপর থেকে গোথাম সিটিতে শান্তি বিরাজ করছিল। ছোটখাট কিছু অপরাধী থাকলেও তারা খুব বেশি সুবিধা করতে পারছিল না। কিন্তু এ গেমের শুরুতে এ অবস্থার পরিবর্তন আসতে থাকে। এই পরিবর্তন শুরু হয় Scarecrow এর মাধ্যমে। যে তার বিষাক্ত গ্যাসের জন্য কুখ্যাত। এবার সে সারা শহরে বিষাক্ত বোমা স্থাপন করেছে। এর ফলে কর্তৃপক্ষ সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয় এবং সারা শহর অপরাধীদের দখলে চলে যায়। এ সময় Penguin, Two-face, Harly Quinn এর মত সুপার ভিলেনরাও বেরিয়ে আসে।

ডিজাইন:
নতুন গেমের ডিজাইন অত্যন্ত সুন্দর। নতুন গেমটি ওপেন ওয়ার্ল্ড। গেমে সারা গোথাম সিটিতে ঘুরে বেড়ানো যাবে। গেমে এই প্রথম বারের মত ব্যাট মোবাইল চালানো যাবে। Batman Arkham Asylum এর একটি দৃশ্যে যতগুলো পলিগন ব্যবহার করা হয়েছিল নতুন এ গেমে ততগুলো পলিগন ব্যবহার করা হয়েছে একটি মডেলে ফলে মডেলগুলো আরো বেশি রিয়েলিস্টিক লাগবে। গেমে নতুন ফিজিক্স Engine যুক্ত করা হয়েছে। যা গেমকে আরও সুন্দর করে তুলবে।
নতুন এ গেমে একেবারে নতুন একটি ক্যারেক্টার যুক্ত করা হয়েছে। যার নাম Arkham Knight. গেমটি Pre-order করলে Harley Quinn এর playable ক্যারেক্টার পাওয়া যাবে।

System Requirement:
CPU:
Core 2 Duo E4600 2.4 GHz
Athlon 64 X2 Dual Core 4800+
GPU:
GeForce GT 330 GDDR5
Radeon HD 3850
RAM: 2 GB
OS: Windows Vista 32bit
Direct X 10
15 GB HDD Space