Sunday, 19 October 2014

নতুন অ্যান্ড্রয়েড ওএস ‘ললিপপ’

বিশ্বের স্মার্টফোন বাজারের ৮৪.৭ শতাংশই অ্যান্ড্রয়েডের দখলে। তবে এতেও খুশি নন গুগলের প্রধান প্রকৌশল কর্মকর্তা ও অ্যান্ড্রয়েড বিভাগের প্রধান হিরোশি লকহেইমার। স্মার্টফোন বাজারের পাশাপাশি ব্যবসায় খাতে অ্যান্ড্রয়েডের ব্যবহার আরো বাড়াতে কাজ করছে তার টিম। এর এরই ধারাবাহিকতায় মার্কিন শীর্ষ সার্চ ইঞ্জিন গুগলের বহুল প্রত্যাশিত অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের (ওএস) পরবর্তী সংস্করণ ৫.০ বাজারে এসেছে। গুগলের নতুন এ অপারেটিং সিস্টেমের কোড নেম ললিপপ। নতুন সংস্করণটি শুরুতে নেক্সাস ৫ ও ৭ সিরিজের স্মার্টফোন ডিভাইসের পাশাপাশি নেক্সাস ৯ ট্যাবলেট পিসি সমর্থন করবে।
ক্রমবর্ধমান আকর্ষণীয় নকশা ও নতুন নতুন ফিচারের মাধ্যমে ললিপপ অপারেটিং সিস্টেমের বাজারে অ্যান্ড্রয়েডের দখল আরো বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এন্টারপ্রাইজ ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবহার উপযোগী করে নকশা করা হয়েছে অ্যান্ড্রয়েড ললিপপ।
অ্যান্ড্রয়েড ৫.০ অপারেটিং সিস্টেম সব ডিভাইসে ব্যবহার উপযোগী ও সফটওয়্যারটিতে ব্যবহারকারীদের ইচ্ছা অনুযায়ী ব্যবহারের জন্য যথেষ্ট কাস্টমাইজেশন সুবিধা রয়েছে। নতুন এ অপারেটিং সিস্টেমটিতে নোটিফিকেশন দেখানো হবে স্ক্রিনের ওপরের অংশে।
ললিপপের বিশেষ সুবিধা হলো যেকোনো অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে গান, ছবি, অ্যাপ বা সাম্প্রতিক সার্চ সংশ্লিষ্ট কনটেন্ট তাৎণিক অন্যান্য অ্যান্ড্রয়েডচালিত ডিভাইস থেকে উপভোগ করার ব্যবস্থা। সফটওয়্যারটি প্রাথমিকভাবে নেক্সাস সিরিজের ডিভাইসে ইনস্টল করার সুবিধা দেয়া হলেও অচিরেই তা সব ধরনের ডিভাইসে ব্যবহারের জন্য চালু করা হবে।
গুগল ব্র্যান্ডের মধ্যে নেক্সাস ৬ স্মার্টফোনই হবে এ যাবৎকালের সবচেয়ে বড়মাপের স্মার্টফোন। এটি তৈরি করবে মটোরোলা। অ্যালুমিনিয়াম কাঠামোর নেক্সাস ৬ স্মার্টফোনে থাকবে উচ্চ রেজুলেশনের ৬ ইঞ্চি মাপের ডিসপ্লে ও ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। গুগলের দাবি, এ স্মার্টফোনে থাকা বিশেষ স্টেরিও স্পিকার ভালো মানের সাউন্ড দিতে পারে; যা মুভি দেখা বা গেম খেলার জন্য দারুণ উপযোগী। স্মার্টফোনটিতে থাকছে টার্বো চার্জার, যাতে ১৫ মিনিট চার্জ দিলে টানা ৬ ঘণ্টা পর্যন্ত থাকবে। গুগলের নেক্সাস ৯ ট্যাবলেটটি তৈরি করছে তাইওয়ানভিত্তিক স্মার্টফোন নির্মাতা কোম্পানি এইচটিসি। ৮ দশমিক ৯ ইঞ্চি ডিসপ্লের ট্যাবটি সম্পর্কে গুগল জানায়, ওজনে হালকা ও পাতলা হওয়ায় ডিভাইসটি সহজে হাতে ধরা যায়। চলতি মাসের শেষ নাগাদ এ ডিভাইস দুটির প্রি-অর্ডার নেয়া শুরু করবে গুগল। তবে দাম সম্পর্কে বিস্তারিত তথ্য জানায়নি প্রতিষ্ঠানটি।
বাজার গবেষণা প্রতিষ্ঠান আইডিসির প্রতিবেদন অনুযায়ী, ব্যক্তিগত কাজের পাশাপাশি অ্যান্ড্রয়েডচালিত এক ডিভাইসেই ব্যবসাসংশ্লিষ্ট কাজ সম্পাদনের সুযোগ থাকায় অপারেটিং সিস্টেমটি এক ভিন্নমাত্রা যোগ করবে ব্যবহারকারীদের মধ্যে। এ ছাড়া সব ডিভাইসের জন্য অ্যান্ড্রয়েড ললিপপ চালু করা হলে অপারেটিং সিস্টেমের বাজারে আরো এক ধাপ এগিয়ে যাবে গুগল।
বর্তমানে অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ অ্যান্ড্রয়েড ৪.৪ বা অ্যান্ড্রয়েড কিটক্যাট বেশিভাগ মোবাইলে চালু না হওয়ায় নতুন এ অপারেটিং সিস্টেম চরম প্রতিযোগিতার মুখে পড়তে পারে। নতুন কিছু মোবাইল অপারেটিং চালু হওয়ায় গুগলের এ সাম্রাজ্যে আঘাত অাসতে পারে বলে মনে করছেন অনেকে। নতুন কিছু মোবাইল অপারেটিং চালু হয়েছে যা বাজারে তেমন প্রভাব বিস্তার করতে না পারলেও ভবিষতে এসব অপারেটিং সিস্টেম শক্তিশালী হতে পারে। মাইক্রোসফটের নতুন উইন্ডোজ ১০ অ্যান্ড্রয়েডের সাথে পাল্লা দিতে পারে বলে মনে করা হচ্ছে।
বিশ্বের স্মার্টফোন বাজারের ৮৪ দশমিক ৭ শতাংশই অ্যান্ড্রয়েডের দখলে। তবে এতেও খুশি নন গুগলের প্রধান প্রকৌশল কর্মকর্তা ও অ্যান্ড্রয়েড বিভাগের প্রধান হিরোশি লকহেইমার। স্মার্টফোন বাজারের পাশাপাশি ব্যবসায় খাতে অ্যান্ড্রয়েডের ব্যবহার আরো বাড়াতে কাজ করছে তার টিম। এর এরই ধারাবাহিকতায় মার্কিন শীর্ষ সার্চ ইঞ্জিন গুগলের বহুল প্রত্যাশিত অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের (ওএস) পরবর্তী সংস্করণ ৫.০ বাজারে এসেছে। গুগলের নতুন এ অপারেটিং সিস্টেমের কোড নেম ‘ললিপপ’। নতুন সংস্করণটি শুরুতে নেক্সাস ৫ ও ৭ সিরিজের স্মার্টফোন ডিভাইসের পাশাপাশি নেক্সাস ৯ ট্যাবলেট পিসি সমর্থন করবে।
ক্রমবর্ধমান আকর্ষণীয় নকশা ও নতুন নতুন ফিচারের মাধ্যমে ললিপপ অপারেটিং সিস্টেমের বাজারে অ্যান্ড্রয়েডের দখল আরো বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এন্টারপ্রাইজ ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবহার উপযোগী করে নকশা করা হয়েছে অ্যান্ড্রয়েড ললিপপ।
অ্যান্ড্রয়েড ৫.০ অপারেটিং সিস্টেম সব ডিভাইসে ব্যবহার উপযোগী ও সফটওয়্যারটিতে ব্যবহারকারীদের ইচ্ছা অনুযায়ী ব্যবহারের জন্য যথেষ্ট কাস্টমাইজেশন সুবিধা রয়েছে। নতুন এ অপারেটিং সিস্টেমটিতে নোটিফিকেশন দেখানো হবে স্ক্রিনের ওপরের অংশে।
ললিপপের বিশেষ সুবিধা হলো যেকোনো অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে গান, ছবি, অ্যাপ বা সাম্প্রতিক সার্চ সংশ্লিষ্ট কনটেন্ট তাৎণিক অন্যান্য অ্যান্ড্রয়েডচালিত ডিভাইস থেকে উপভোগ করার ব্যবস্থা। সফটওয়্যারটি প্রাথমিকভাবে নেক্সাস সিরিজের ডিভাইসে ইনস্টল করার সুবিধা দেয়া হলেও অচিরেই তা সব ধরনের ডিভাইসে ব্যবহারের জন্য চালু করা হবে।
গুগল ব্র্যান্ডের মধ্যে নেক্সাস ৬ স্মার্টফোনই হবে এ যাবৎকালের সবচেয়ে বড়মাপের স্মার্টফোন। এটি তৈরি করবে মটোরোলা। অ্যালুমিনিয়াম কাঠামোর নেক্সাস ৬ স্মার্টফোনে থাকবে উচ্চ রেজুলেশনের ৬ ইঞ্চি মাপের ডিসপ্লে ও ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। গুগলের দাবি, এ স্মার্টফোনে থাকা বিশেষ স্টেরিও স্পিকার ভালো মানের সাউন্ড দিতে পারে; যা মুভি দেখা বা গেম খেলার জন্য দারুণ উপযোগী। স্মার্টফোনটিতে থাকছে টার্বো চার্জার, যাতে ১৫ মিনিট চার্জ দিলে টানা ৬ ঘণ্টা পর্যন্ত থাকবে। গুগলের নেক্সাস ৯ ট্যাবলেটটি তৈরি করছে তাইওয়ানভিত্তিক স্মার্টফোন নির্মাতা কোম্পানি এইচটিসি। ৮ দশমিক ৯ ইঞ্চি ডিসপ্লের ট্যাবটি সম্পর্কে গুগল জানায়, ওজনে হালকা ও পাতলা হওয়ায় ডিভাইসটি সহজে হাতে ধরা যায়। চলতি মাসের শেষ নাগাদ এ ডিভাইস দু’টির প্রি-অর্ডার নেয়া শুরু করবে গুগল। তবে দাম সম্পর্কে বিস্তারিত তথ্য জানায়নি প্রতিষ্ঠানটি।
বাজার গবেষণা প্রতিষ্ঠান আইডিসির প্রতিবেদন অনুযায়ী, ব্যক্তিগত কাজের পাশাপাশি অ্যান্ড্রয়েডচালিত এক ডিভাইসেই ব্যবসাসংশ্লিষ্ট কাজ সম্পাদনের সুযোগ থাকায় অপারেটিং সিস্টেমটি এক ভিন্নমাত্রা যোগ করবে ব্যবহারকারীদের মধ্যে। এ ছাড়া সব ডিভাইসের জন্য অ্যান্ড্রয়েড ললিপপ চালু করা হলে অপারেটিং সিস্টেমের বাজারে আরো এক ধাপ এগিয়ে যাবে গুগল।    
- See more at: http://www.dailynayadiganta.com/details.php?nayadiganta=NzkwMzU=&sec=25#sthash.vTEaaKZW.dpuf
বিশ্বের স্মার্টফোন বাজারের ৮৪ দশমিক ৭ শতাংশই অ্যান্ড্রয়েডের দখলে। তবে এতেও খুশি নন গুগলের প্রধান প্রকৌশল কর্মকর্তা ও অ্যান্ড্রয়েড বিভাগের প্রধান হিরোশি লকহেইমার। স্মার্টফোন বাজারের পাশাপাশি ব্যবসায় খাতে অ্যান্ড্রয়েডের ব্যবহার আরো বাড়াতে কাজ করছে তার টিম। এর এরই ধারাবাহিকতায় মার্কিন শীর্ষ সার্চ ইঞ্জিন গুগলের বহুল প্রত্যাশিত অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের (ওএস) পরবর্তী সংস্করণ ৫.০ বাজারে এসেছে। গুগলের নতুন এ অপারেটিং সিস্টেমের কোড নেম ‘ললিপপ’। নতুন সংস্করণটি শুরুতে নেক্সাস ৫ ও ৭ সিরিজের স্মার্টফোন ডিভাইসের পাশাপাশি নেক্সাস ৯ ট্যাবলেট পিসি সমর্থন করবে।
ক্রমবর্ধমান আকর্ষণীয় নকশা ও নতুন নতুন ফিচারের মাধ্যমে ললিপপ অপারেটিং সিস্টেমের বাজারে অ্যান্ড্রয়েডের দখল আরো বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এন্টারপ্রাইজ ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবহার উপযোগী করে নকশা করা হয়েছে অ্যান্ড্রয়েড ললিপপ।
অ্যান্ড্রয়েড ৫.০ অপারেটিং সিস্টেম সব ডিভাইসে ব্যবহার উপযোগী ও সফটওয়্যারটিতে ব্যবহারকারীদের ইচ্ছা অনুযায়ী ব্যবহারের জন্য যথেষ্ট কাস্টমাইজেশন সুবিধা রয়েছে। নতুন এ অপারেটিং সিস্টেমটিতে নোটিফিকেশন দেখানো হবে স্ক্রিনের ওপরের অংশে।
ললিপপের বিশেষ সুবিধা হলো যেকোনো অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে গান, ছবি, অ্যাপ বা সাম্প্রতিক সার্চ সংশ্লিষ্ট কনটেন্ট তাৎণিক অন্যান্য অ্যান্ড্রয়েডচালিত ডিভাইস থেকে উপভোগ করার ব্যবস্থা। সফটওয়্যারটি প্রাথমিকভাবে নেক্সাস সিরিজের ডিভাইসে ইনস্টল করার সুবিধা দেয়া হলেও অচিরেই তা সব ধরনের ডিভাইসে ব্যবহারের জন্য চালু করা হবে।
গুগল ব্র্যান্ডের মধ্যে নেক্সাস ৬ স্মার্টফোনই হবে এ যাবৎকালের সবচেয়ে বড়মাপের স্মার্টফোন। এটি তৈরি করবে মটোরোলা। অ্যালুমিনিয়াম কাঠামোর নেক্সাস ৬ স্মার্টফোনে থাকবে উচ্চ রেজুলেশনের ৬ ইঞ্চি মাপের ডিসপ্লে ও ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। গুগলের দাবি, এ স্মার্টফোনে থাকা বিশেষ স্টেরিও স্পিকার ভালো মানের সাউন্ড দিতে পারে; যা মুভি দেখা বা গেম খেলার জন্য দারুণ উপযোগী। স্মার্টফোনটিতে থাকছে টার্বো চার্জার, যাতে ১৫ মিনিট চার্জ দিলে টানা ৬ ঘণ্টা পর্যন্ত থাকবে। গুগলের নেক্সাস ৯ ট্যাবলেটটি তৈরি করছে তাইওয়ানভিত্তিক স্মার্টফোন নির্মাতা কোম্পানি এইচটিসি। ৮ দশমিক ৯ ইঞ্চি ডিসপ্লের ট্যাবটি সম্পর্কে গুগল জানায়, ওজনে হালকা ও পাতলা হওয়ায় ডিভাইসটি সহজে হাতে ধরা যায়। চলতি মাসের শেষ নাগাদ এ ডিভাইস দু’টির প্রি-অর্ডার নেয়া শুরু করবে গুগল। তবে দাম সম্পর্কে বিস্তারিত তথ্য জানায়নি প্রতিষ্ঠানটি।
বাজার গবেষণা প্রতিষ্ঠান আইডিসির প্রতিবেদন অনুযায়ী, ব্যক্তিগত কাজের পাশাপাশি অ্যান্ড্রয়েডচালিত এক ডিভাইসেই ব্যবসাসংশ্লিষ্ট কাজ সম্পাদনের সুযোগ থাকায় অপারেটিং সিস্টেমটি এক ভিন্নমাত্রা যোগ করবে ব্যবহারকারীদের মধ্যে। এ ছাড়া সব ডিভাইসের জন্য অ্যান্ড্রয়েড ললিপপ চালু করা হলে অপারেটিং সিস্টেমের বাজারে আরো এক ধাপ এগিয়ে যাবে গুগল।    
- See more at: http://www.dailynayadiganta.com/details.php?nayadiganta=NzkwMzU=&sec=25#sthash.vTEaaKZW.dpuf