Monday, 31 December 2012

নতুন টম্ব রাইডারে মাল্টিপ্লেয়ার থাকছে


২০১৩ সালে মুক্তি পাবে টম্ব রাইডার সিরিজের নতুন গেম । গেমটির ডেভেলপার কোম্পানি ক্রিস্টাল ডাইনামিক এর গ্লোবাল ব্রান্ড ডাইরেক্টর কার্ল স্টুয়ার্ট টুইটারের মাধ্যমে জানিয়েছেন যে গেমটিতে সিঙ্গেল প্লেয়ারের পাশাপাশি মাল্টিপ্লেয়ার মোডও থাকবে । অফিসিয়াল এক্সবক্স ম্যাগাজিনের জানুয়ারী ২০১৩ সংখ্যায় এ সমন্ধে বিস্তারিত জানানো হবে বলে জানা গেছে । গেমটি ৫ মার্চ ২০১৩ সালে মুক্তি পাবার কথা ।