Saturday, 5 January 2013

নিড ফর স্পিড : মোস্ট ওয়ান্টেড


শিরোনাম দেখে পাঠকদের খটকা লাগতে পারে যে পুরোনো এই গেম নিয়ে এতদিন পরে লেখালেখি হচ্ছে কেন । আমারও প্রথমে তাই মনে হয়েছিল । কিন্তু আসলে এই গেমটি আবার আসছে এনএফএস গেমপাগলদের জন্য । আগের মোস্ট ওয়ান্টেড গেমটি ২০০৫ সালে বের হয়েছিল এবং এ গেমটি ছিল এ গেম সিরিজের দ্বিতীয় প্রজন্মের গেম । নতুন এ গেমটি এ সিরিজের চতুর্থ প্রজন্মের গেম । এটিই এ সিরিজের প্রথম চতুর্থ প্রজন্মের গেম । এর আগের গেম দ্য রান এ একটি স্টোরি থাকলেও এ গেমে কোন স্টোরি থাকছে না । এ গেমে একটি ওপেন ওয়ার্ল্ড থাকবে এবং গেম শুরু করার পর বিভিন্ন গাড়ি বিভিন্ন স্থানে লুকায়িত অবস্থায় থাকবে । দ্য রান গেমটি Black Box ডেভেলপ করলেও এ গেমটি ডেভেলপ করছে Criterion Games. নিচে এ গেমের প্রকাশিত স্ক্রীণ শর্ট দেওয়া হল ।
নিড ফর স্পিড মোস্ট ওয়ান্টেড গেমের পোস্টার
গেমে গাড়ির নম্বর প্লেট বদলানোর মেনু



 
নিড ফর স্পিড মোস্ট ওয়ান্টেড গেমের একটি পোস্টার
 পুলিশের সাথে সংঘর্ষের দৃশ্য