বিশ্বের
জনপ্রিয় গেম সিরিজের মধ্যে অন্যতম সিরিজ হল জিটিএ । আপনাদের সামনে এ সিরিজের নতুন গেম
এবং প্রথম জিটিএ পঞ্চম প্রজন্মের গেম গ্রান্ড থেফট অটো ফাইভ এর প্রিভিউ নিয়ে হাজির
হয়েছে গেম পাগল । চলুন জেনে আসি নতুন কি কি আছে এ গেমে ।
১. এ সিরিজের গেমে এ প্রথম পানির নিচে যাওয়ার সুযোগ আছে, সেই সাথে পানির নিচে যাওয়ার জন্য
গ্যাস সিলিন্ডার, পোশাক, সাবমেরিন ইত্যাদিও পাওয়া যাবে । পানির নিচের বিভিন্ন প্রাণী
যেমন- বিভিন্ন সামুদ্রিক মাছ, শার্ক পাওয়ার সাথে সাথে পানির নিচে গুহাও থাকবে বলে জানা
গেছে ।
২. জিটিএ থ্রি, ভাইস সিটিতে মিশনের সাথে সাথে সাইড মিশন অর্থাৎ টাক্সি বা অ্যাম্বুলেস
ইত্যাদি চালিয়ে টাকা আয় করা যেত তা জিটিএ সিরিজ থেকে বিদায় নিলেও এ সিরিজে আবার তা
ফিরে আসছে নতুন এ গেমের মধ্য দিয়ে ।
৩. নতুন এ গেমে মোট ক্যারেক্টার তিনটি অর্থাৎ গেমে খেলার ক্যারেক্টার তিনটি । তিনটি ক্যারেক্টারকে
নিয়ে গেমে খেলা যাবে । তিনটি ক্যারেক্টার বিভিন্ন বিষয়ে পারদর্শি । ট্রেভর হেলিকপ্টার
চালাতে, ফ্যাংকলিন গাড়ি ও স্নাইপার রাইফেল চালাতে এবং মাইকেল নানা বিষয়ে দক্ষ ।
৫. এতে সিঙ্গেলপ্লেয়ারের পাশাপাশি মাল্টিপ্লেয়ারও থাকছে ।
৬. আগের চাইতে মাল্টিপ্লেয়ারে অনেক বেশি উপাদান থাকছে যা প্লেয়ারকে ব্যস্ত রাখবে ।
৭. মাক্স পেইন ৩ বের হবার পর রকস্টার গেমসের এটি প্রথম গেম তাই এ গেমের গ্রাফিক্স মাক্স
পেইন ৩ এর মতন ।
৮. গেমে কভারের বিষয়টা বেশ সুন্দর । আগের গেমের চাইতে কভারের বিষয়টা বেশ আপডেট করা হয়েছে
এবং গেমপ্লেতে এটি বেশ দরকারী একটি বিষয় ।
৯. এ গেমে টাকা খরচ করা একটি মজার বিষয় । দামি পুতুল কেনা বিষয়টা গেমে যুক্ত হয়েছে ।
এটিতে টাকা আয় করা যেমন মজার তেমনি খরচ করাও মজার ।
১০. গেমে মিশনের ধরণও পরির্বতন হয়েছে । বড়-ছোট কাজ, পারিবারিক ইস্যু, ডাকাতি, হোস্টেজকে
বাচানো ইত্যাদি সাথে আগের মত মিশন কিন্তু আপডেটেড ।
১১. মিশনের সময় ডাইনামিক মিউজিক ।(L.A. Noire গেমের
মত)
১২. মিশন অনুযায়ী ক্যারেক্টার অটো চেঞ্জ হবে ।
১৩. গেমে মাল্টিপল ইন্ডিং থাকছে ।
১৪. প্রথম থেকেই গেমের সম্পূর্ণ ম্যাপ ওপেন থাকবে ।
১৫. কিছু কিছু মিশনে প্রবেশ করতে টাকার দরকার হবে ।
১৬. গেমে এক্সটা কনটেন্ট থাকছে যা মূল স্টোরি লাইন থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন । এতে কিছু
ডায়নামিক মিশন থাকছে ।
অনলাইন অবলম্বনে
Feedback: nahian6014@gmail.com