Sunday, 3 February 2013

Rockstar Games Announce GTA V Release Date


রকস্টার গেমস সম্প্রতি তাদের ওয়েব সাইটে জানিয়েছে যে জিটিএ ৫ গেম এই বসন্তে বের হচ্ছে না৷ গেমটি ১৭ সেপ্টেম্বর, ২০১৩ তে বের হবে৷ গেমটি অনেক জটিল একটি গেম তাই রকস্টারের গেমটি তৈরিতে আরও সময় প্রয়োজন৷ নতুন এ গেমের প্লট তৈরি হয়েছে ৩ তিনটি ক্যারেক্টার নিয়ে৷ এবারের শহর হচ্ছে লস স্যান্তোস৷ তারা জানিয়েছে যে, তাদের জিটিএ গেম টিম এ গেম তৈরিতে কঠোর পরিশ্রম করছে। গেমটি বের হতে দেরি হওয়ায় প্রতিষ্ঠানটি দুঃখ প্রকাশ করেছে।