স্প্রিন্টার সেল সিরিজের নতুন গেম ব্ল্যাকলিস্ট এ বছর আগস্টে
মুক্তি পাবার কথা। চলুন নতুন এ গেম সম্পর্কে জেনে আসা যাক।
স্প্রিন্টার সেলের অন্যান্য গেমের মত এ গেমের নায়ক স্যাম ফিশার।
এ গেমে দেখা যাবে টেরোলিস্টরা ব্ল্যাকলিস্ট নামে একটি আল্টিমেটাম দিয়েছে মার্কিন সরকারের
উপর। এ আল্টিমেটামের সময় শেষ করার আগে স্যামকে
খুজে বের করতে হবে যে এর পেছনে কে আছে এবং তা বন্ধ করতে হবে। গেমে লোকেশন হচ্ছে ইরান-ইরাক
বর্ডার। নতুন এ গেমটিতে নতুন অনেক বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে। নতুন গেমে স্যামের আগের
গেজেট তার স্পেশাল চশমা তো আছেই। যার মাধ্যমে যেকোন বাধাকে ভেদ করে দেখা যায়। এটি অনেকটা
সুপারম্যানের এক্সরে ভিশনের মত।
গেমে শত্রু নিধনে বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা যাবে। তার মধ্যে
আগের গেমগুলো থেকে কিছু পদ্ধতি এসেছে। যেমন- সাইলেন্স কিলিং, এক্সিকিউশন ইত্যাদি। গেমে
নতুন যুক্ত করা হয়েছে মোশন কিলিং যার মাধ্যমে ঠিক মুভির মত অ্যাকশনে শত্রু নিধন করা
যায়। গেমে শত্রুর সাথে মাঝেমাঝে সম্মুখ যুদ্ধেও লিপ্ত হতে হবে। গেমে মাঝেমাঝে এয়ার
সাপোর্টও পাওয়া যায়।
নতুন এ গেমে স্যামকে নিয়ে দৌড়াতে থাকলে সামনে কোন থাকলে তা
নিজে থেকেই টপকিয়ে যায়। গেমে দেয়াল বেয়ে উঠার ব্যাপারটা খুব ভাল লাগবে।
গেমে সবচেয়ে মজার এবং ভাল লাগার মত ব্যাপার হচ্ছে এর ভয়েস রিকোগনেশন
সিস্টেম। এর মাধ্যমে পিসিতে মাইক্রোফোন থাকলে তার মাধ্যমে গেমের মধ্যে শত্রুর দৃষ্টি
আকর্ষণ করা যাবে। উদাহরণ সরূপ বলা যায়- গেমে ছাদের রেলিং ধরে স্যামকে নিয়ে ঝুলে আছেন।
সামনে একটি শত্রু কিন্তু সে কাছে আসছে না ফলে তাকে মারাও যাচ্ছে না। তাই তার দৃষ্টি
আকর্ষণ করার জন্য মাইক্রোফোনে একটি কথা বলা হল যা শুনে সে এগিয়ে আসবে শব্দের উৎপত্তি
খোজার জন্য এবং কাছে আসবে ও আপনি তাকে মারতে পারবেন।
আগের গেমগুলোতে বন্ধ দরজার নিচ দিয়ে আয়না ঢুকিয়ে শত্রুর অবস্থান
নির্ণয় করা যেত। নতুন এ গেমে সাথে সাথে মার্ক করেও রাখা যায়। যাতে পরে মারতে সুবিধা
হয়।
যারা এ সিরিজের আগের পর্ব কনভেকশন খেলেছেন তাদের কাছে গেম ভাল
লাগবে। কারণ গেমটিতে আগের সব বিষয়ই রাখা হয়েছে সাথে অতিরিক্ত কিছু যুক্ত করা হয়েছে।